আবুল বশর, মহেশখালী :
১৭ জুন পানিরছড়া হাইস্কুলের হল রুমে মহেশখালীর হোয়ানক পানিরছড়ায় বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক,শিক্ষানুরাগী অাব্দু শুক্কুর( সিঅাইপি)র অাহবানে ও সভাপতিত্বে বিভিন্ন পেশাজীবিদের সাথে ঈদ পূর্নমিলনী মিলন সভায় প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য অালহাজ্ব অাশেক উল্লাহ রফিক বলেছেন,বাবা মা’র দায়িত্ব বোধ থাকতে হবে ছেলে সন্তান কি পেশায় ঝুঁকছে।
সভাপতি অাব্দু শুক্কুর (সিঅাইপি) ঘোষনা করলেন,সরকার দিবে অথবা না দিবে অামরা কায়িক শ্রম দিয়ে অর্জিত টাকা দিয়ে পানিরছড়া হাইস্কুলকে অচিরেই কলেজে রুপান্তর এবং পানির ছড়া দাখিল মাদরাসাকে অালিম ও ফাজিল ডিগ্রীতে উন্নীত করনে একাডেমীক ভবন তৈরী করে দেওয়ার ঘোষনা দিলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মহেশখালী উপজেলা বিশিষ্ট শিক্ষানুরাগী অালহাজ্ব অানোয়ার পাশা চৌধুরী, মাষ্টার অানচারুল করিমের পরিচালনায় পূর্নমিলনী সভায় বক্তব্য রাখেন পানির ছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজিউল্লাহ,স্কুল পরিচালনা পরিষদ সভাপতি অাজিজুল হক বিএ,বিএনপি নেতা মাষ্টার অাব্দুল মান্নান, পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অালহাজ্ব অাকতার কামাল, ইসলামী ব্যাংক মহেশখালী শাখার ম্যনেজার এএম শহিদুল এমরান,প্রধান শিক্ষক মোঃ পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি অাজিজুল হক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ অাহাম্মদ, শাহাজাহান,বিসিএস প্রশাসন কর্মকর্তা অাবু ছালেহ মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্যবসায়ী অাব্দুর রহিম,চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম,
,বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য হাসান শরীফ সাবেক মেম্বার,সাবেক মেম্বার ছালেহ অাহাম্মদ,মাষ্টার ব্রজ গোপাল ঘোষ,অাওয়ামীলীগ নেতা মাষ্টার রুহুল অামিন, অাওয়ামীলীগ নেতা অাজিজুল হক, ঈদ পূর্নমিলনীতে পানিরছড়া এলাকার বিভিন্ন সরকারী বেসরকারী চাকুরী জীবি,ব্যবসায়ী,প্রবাসী,অবসর প্রাপ্ত শিক্ষক,রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। অধ্যাপক তৌহিদ বলেন,সামাজিক অবক্ষয় তৈরী হচ্ছে অভিভাবকদের অবহেলায় অসচেতনতায়। স্কুল ছাত্ররা মাদকের অাগ্রাসনের শিকার হচ্ছে,মাদকের চোবল থেকে পরিত্রাণ করতে সকলকে একযোগে কাজ করতে হবে।