জে.জাহেদ.চট্টগ্রাম :

“মাদকমুক্ত সমাজ গড়তে মাদককে না বলি সমৃদ্ধ দেশ গড়ি” শ্লোগ্লান কে ধারন করে আনোয়ারার উপজেলার উত্তর গুয়াপঞ্চক গ্রামে প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে পথযাত্রার আয়োজন করেছে।

১৭ই জুন রবিবার সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

এতে সংগঠনের কর্মী সাঈদ খাঁন আরজু’র সভাপতিত্বে মাদক বিরোধী পথযাত্রা ও আলোচনা সভা সঞ্চালনায় করেন ফখরুদ্দীন আহমদ শাহ্।

এসময় উপস্থিত হয়ে প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে বক্তব্য রাখেন নাছির উদ্দীন শাহ্, আবদুল মন্নান, নাছির উদ্দীন, মঞ্জুর আলম শাহ্, মঈন উদ্দিন সুমন, আবদুল খালেক, সরোয়ার ওসমান খোকন, মিল্টন শাহ্, ওসমান শাহ্, এম. ইদ্রিছ।

এছাড়াও উপস্থিত ছিলেন হাবিবুর বাহার রাসেল, শাকিল বিন ইসলাম, আতিকুর রহমান শাহ্, সেলিম উদ্দীন, জাহেদ শাহ্, আবদুর রহিম, ইশতিয়াক, দিদারুল আলম প্রমূখ।

সারাদিন ব্যাপী এ অনুষ্ঠানে স্মৃতি বিজরিত ফকির বাগিছা মাঠে ঈদ পূর্নমিলর্নী, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, লাকি কুপন ও নানা বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বক্তারা বলেন, মাদকের ভয়াল গ্রাস হতে যুব সমাজকে রক্ষা করতে হবে। আমাদের ভবিষ্যত প্রজম্মকে মাদকের দুষ্টচক্রের হাত থেকে রক্ষা করতে হবে।

প্রশাসন,জনপ্রতিনিধি ও অভিভাবকদের এক যোগে মাদকের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের নেতারা।