প্রেস বিজ্ঞপ্তি :
মানসিক রোগীদের তহবিল (মারোত) টেকনাফে ঈদের দিন সুবিধা বঞ্চিত ও অবহেলিত ভাসমান মানসিক রোগী (পাগল) দের মাঝে নতুন পোশাক ও মিষ্টি খাবার বিতরণ করেছে।  এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার এবং মারোতের প্রধান পৃষ্টপোষক  ডাঃ টিটু চন্দ্র শীল।  সংগঠনের সহ সভাপতি ঝুন্টু বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টেকনাফ সরকারি কলেজের  অধ্যাপক এবং মারোতের প্রধান উপদেষ্টা বাবু সন্তোষ কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন সংঘটন এর উপদেষ্টা এবং ইয়ার৭১ এর জেনারেল ম্যানেজার জনাব সাইফুল ইসলাম, মারোত কাউন্সিলর  রুহল কাদের কুতুবী। সংগঠনের সাধারণ সম্পাদক রাজু পালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংঘটন এর জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসাইন, সাংগঠনিক সম্পাদক  মেহেদী হাসান,  বস্ত্র-সম্পাদক এমাদুল করিম রণি, অভিজিত মজুমদার, অর্থ সম্পাদক মোঃ আজিম উদ্দিন,  সহ- অর্থ সম্পাদক  মিরাজ উদ্দীন প্রমুখ। বক্তাগন তাদের বক্তব্যে বলেন ‘অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা’- এই পাঁচটি মানুষের মৌলিক চাহিদা।  অন্তত পক্ষে আমরা যারা সুন্দর মনের মানুষ, আমরা কি পারি না মানসিক রোগে অসুস্থ সেসব নিরন্ন, বস্ত্রহীন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে? মানসিক রোগীদের তহবিল (মারোত) যেসব ক্ষেত্রে ব্যবহৃত হবে- মানসিক রোগীদের তহবিল (মারোত) শুধুমাত্র মানসিক রোগে অসুস্থ (পাগল) গৃহহীন মানুষের সেবায় ব্যবহৃত হবে।
যেমন- নিরন্নদের অন্ন দানে, বস্ত্রহীনদের বস্ত্র দানে, অসুস্থদের চিকিৎসা সেবা প্রদানে, মানসিক রোগীদের পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সাংগঠনিক দক্ষতার সহিত  মারোতের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মারোত কেন্দ্রীয় সভাপতি আবু সুফিয়ান সাহেবের ভুয়শী প্রশংসা করেন উপস্থিত নের্তৃবৃন্দ।  সভাশেষে টেকনাফের প্রায় ৫০/৬০ জন পুরুষ – মহিলা পাগলদের মাঝে নতুন কাপড় এবং মিষ্টি খাবার বিতরণ  করা হয়। পরে নের্তৃবৃন্দ  সৌহার্দপূর্ণ ঈদ উদযাপন করেন।