শাহেদ মিজান, সিবিএন:
খুরুশ্কুলে ইভটিজিংকে কেন্দ্র করে আবছার কামাল প্রকাশ কালাপুতুকে পিটিয়ে খুনের ঘটনায় আটক চেয়ারম্যান জসিম উদ্দীনকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় দায়ের করা মামলায় তাকে প্রধান আসামী করা হয়েছে। মামলা রুজুর পর সোমবার (১৮ জুন) তাকে জেলহাজতে পাঠানো হয়।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার জানান, রোববার আবছার কামাল প্রকাশ কালাপুতু নিহতের ঘটনায় নিহতের বড়ভাই সৈয়দুল হক বাদি হয়ে চেয়ারম্যান জসিম উদ্দীনকে প্রধান আসামী করে ছয়জনের নাম উল্লেখ করে আরো ১০/১২ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি বলেন, মামলা রুজুর পর আটক প্রধান আসামী চেয়ারম্যান জসিম উদ্দীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে নিহত কালাপুতুর লাশ ময়না তদন্ত সম্পন্ন করে স্বজন কাছে হস্তান্তর করা হয়েছে।