জে.জাহেদ,চট্টগ্রাম :

চট্টগ্রামে খুন করে কলকাতায় আত্মগোপন করতে গিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

কলকাতার একটি অনলাইন পত্রিকা এ খবরে জানায়, বাংলাদেশের চট্টগ্রামে খুন করে এদেশে আত্মগোপন করতে চেয়েছিল দুই অপরাধী। নাম মহম্মদ মহিনুদ্দিন এবং মহম্মদ আলকাসুর রহমান। চার-পাঁচদিন আগে সীমান্ত পার হয়ে ওই দু’জন ঢুকে পড়েছে ভারতে । তারপর সোজা কলকাতায়। এরা যে এদেশে ঢুকেছে তার প্রমাণ ছিল বাংলাদেশের কাছে।

বাংলাদেশ প্রশাসনের দেওয়া খবরের ভিত্তিতে নড়ে বসে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । সূত্রে মারফত খবর পাওয়া যায় ওই দু’জন আত্মগোপন করেছে খাস কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকায়। শুক্রবার সেখান থেকে স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করে ওই দুই দুষ্কৃতকারীকে। তারপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সেরে আজ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, ১৮ জুন চট্টগ্রামে চকবাজার থানা এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় অভিযুক্ত মহম্মদ মহিনুদ্দিন এবং মহম্মদ আলকাসুর রহমান নামে ওই দুই দুষ্কৃতকারী। নিজেদের বাঁচাতে তারা কাজে লাগিয়েছিল চেনা ছক। কিন্তু শেষ রক্ষা হল না। আজ সোমবার(২৫জুন) বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেন।