এম.মনছুর আলম, চকরিয়া : 

চকরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘মাদকবিরোধী গণসচেতনতার লক্ষ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস অনুষ্ঠিত হয়েছে।দিবসটিকে ঘিরে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঙ্গলবার(২৬জুন) সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতাও অনুষ্টিত হয়।অনুষ্টান শেষে বিজয়ীদের শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।