বিশেষ প্রতিনিধি:

ঝাউতলা নারী কল্যাণ সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে গতকাল শনিবার দুপুর ২টায় প্রতিষ্ঠাতা সভাপতি নারীমুক্তির অগ্রদূত নিবেদিত প্রাণ ফাতেমা আনকিজ ডেইজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন পৌরসভার আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী পরিচ্ছন্ন রাজনীতিবিদ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। উক্ত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে দেড় হাজার জন গরিব, দুঃখী, অসহায় মহিলা এবং শিশু সন্তানের জন্য খাবার আয়োজন করা হয়। সুশৃঙ্খল পরিবেশে অত্যন্ত যত্ন সহকারে নারী কল্যাণ সমবায় সমিতির নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা আনকিজ ডেইজীর প্রচেষ্টায় ঈদ উপলক্ষ্যে দুপুরের খাবার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, দীর্ঘ ৩০ বছর যাবৎ প্রজাতন্ত্রের কর্মকর্তা হলেও অবসর সময়ে গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অসহায় দুর্দশাগ্রস্থ মানুষের ভালবাসা, আর তাদের জন্য কিছু করতে পারল আত্মতৃপ্তি লাগে, মনে প্রশান্তি আসে। তিনি আরো বলেন, ঝাউতলাস্থ নারী কল্যাণ সমবায় সমিতি মূলত অসহায় নির্যাতিত নিপীড়িত বিপদগ্রস্থ মহিলাদের জন্য নিবেদিত প্রাণ এবং তাদের জন্য তাদের প্রাপ্য সেবা সুনিশ্চিত করার জন্য সংগ্রাম করে যাচ্ছি। তিনি আরো বলেন, মানুষ বেঁচে থাকে কর্মগুণে বয়সের মধ্যে নহে। আজকে আল্লাহ্র সৃষ্টি অসহায় মানবজাতির জন্য কিছু করতে পারলে ইহকাল ছেড়ে যখন পরকালে চলে যাব যেমন মহান আল্লাহ তায়ালা, প্রতিদান দিবেন ঠিক তদ্রুপ ভাবে আমার এই কর্মকান্ড সমূহ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এটাই মূলত আমার উদ্দেশ্য। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, সামাজিক সংগঠন নারী কল্যাণ সমবায় সমিতির প্রতিদিনের কর্মকান্ডকে আমি স্বাগত জানাই। প্রতিষ্ঠাতা সভাপতির অক্লান্ত পরিশ্রম সত্যিই প্রশংসার দাবিদার। তিনি বলেন, তাঁর এ (ফাতেমা আনকিজ ডেইজী) মহৎ কর্মকান্ডের জন্য সরকারী এবং বেসরকারী পর্যায়ে অনেক সম্মানানা এবং পুরষ্কারে ভূষিত হয়েছেন। সামনে তার এ সফলতা ধারা অব্যাহত রাখতে যাবতীয় প্রশাসনিক সুবিধা প্রধানের জন্য আমার আন্তরিক কার্যক্রম অব্যাহত থাকবে। এতে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, মাহাবুবুর রহমান চৌধুরী, পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী সহ প্রমূখ।