শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
দ্বীপ উপজেলা মহেশখালী কালারমারছড়া থেকে ফারহান মাহতাব আশেফ নামের ১১ মাসের এক শিশুকে অপহরণ করেছে দোকানের কর্মচারী।
রবিবার (১ জুলাই) দিবাগত রাত ৯ টার দিকে কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের মুসলিম বাজারের পশ্চিমে আল্লাহর দান নামক গ্রীল ওয়ার্কসফের সামনে থেকে শিশুকে উদ্ধার করা হয়। ৩০ জুন সকালে ওই শিশুকে অপহরণ করা হয়।
অপহরণে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হল- চৌফলদন্ডী ইউনিয়নের সাগরপাড় এলাকার ছৈয়দ আলমের পুত্র আব্দুল্লাহ প্রকাশ নয়ন ও ঈদগাঁও জাগির হোসেনের পুত্র এহেছান উল্লাহ।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, অপহরণের পর পর পুলিশের অভিযানে শিশুসহ অপহরণকারীদের গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
সুত্র জানায়, অপহৃত শিশুর ব্যবসায়ী পিতার সাথে তারই হোটেল কর্মচারীর মধ্যে বেতনের টাকা নিয়ে মত বিরোধ চলছিল। বেতনের টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে কৌশলে আব্দুল্লাহ নামের দোকান কর্মচারী মালিকের ১১ মাসের শিশু আশেফকে নিয়ে পালিয়ে আসে। অনেক খোঁজাখুজির পরও সন্ধান না পেয়ে গতকাল মহেশখালীতে মাইকিং করে শিশুটির পরিবার। বিষয়টি মহেশখালী থানাকে অবহিত করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশের দিক নির্দেশনায় অবশেষে একদিন পর এসআই এসএম.ইকবাল পারভেজ অভিযান চালিয়ে
পোকখালী থেকে ১১ মাসের শিশু উদ্ধার, আটক ২
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।