মহেশখালী সংবাদদাতা:
মহেশখালী পৌরসভার দক্ষিণ রাখাইনপাড়ায় ব্যক্তি মালিকানাধীন ভোগ দখলীয় জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালীরা। ওই এলাকার আলুং ওয়ের নেতৃত্বে দখলবাজচক্র পাশ্ববর্তি মৃত ফুথোয়াই প্রকাশ ফোথেইন এর বসতঘরের সীমানা অতিক্রম করে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে। বিরোধীয় জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা। অধিকন্তু দখলবাজরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের কোন তোয়াক্কা না করেই তাদের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দারা দখলবাজদের বিরুদ্ধে ফুসে ওঠেছে।
সুত্র জানায়, গোরকঘাটা মৌজার বি.এস ২৪৬ নং খতিয়ান মোতাবেক নামজারী ও জমাভাগ ১৭৯০ নং বি.এস খতিয়ানের বি.এস ৯৯৮ নং দাগের ০৪ শতক জমির মালিক মৃত ফুথোয়াই প্রকাশ ফোথেইন। ওই জমিতে তার ওয়ারিশরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। সম্প্রতি জমির মালিকপক্ষের অনুপস্থিতির সুযোগে আলুং ওয়ে, উচোয়াইন, মংলা ওয়েসহ দখলবাজরা প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে স্থাপনা নির্মাণ শুরু করে। সন্ত্রাসী প্রকৃতির ভাড়াটিয়া লোকজন দিয়ে বসতভিটার গাছপালা কেটে ফেলে। জমির মালিকদের মেরে ফেলার হুমকি দেয়। স্থানীয় শালিসকারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দখলবাজরা বেপরোয়া আচরণ করে।
এলাকাবাসী জানিয়েছে, আলুং ওয়ে, উচোয়াইন, মংলা ওয়েসহ দখলবাজদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। তারা মাত্র দুই বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কালো টাকার প্রভাবে আইনকেও মানছেনা অভিযুক্তরা। ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী চক্র অপরের জমি আত্নসাতের পাঁয়তারা শুরু করে।
এমতাবস্থায় জমির প্রকৃত ভোগ দখলীয় মালিকরা তাদের অধিকার অক্ষুন্ন রাখতে মহেশখালী পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্টদের কাছে ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন। সেই সাথে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা।