স্পোর্টস ডেস্ক:
শেষ আটের ম্যাচে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে আরো একবার শেষ হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ জেতার স্বপ্ন। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতার পর, গত ৪ মৌসুম ধরে হতাশাই সঙ্গী হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

এর মধ্যে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা বলা যায় ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়া। বিশ্বকাপের ইতিহাসে এতো বড় ব্যবধানে আর কখনো হারেনি ব্রাজিল। তবু ২০১৪ সালের সেই হতাশার চেয়েও কঠিন ব্রাজিলের এবারের বিশ্বকাপের বিদায় নেয়াটা।

এমনটাই জানিয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পাওলিনহো। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের কাছে বার্সেলোনার এই তারকা ফুটবলার বলেন, ‘আমার কাছে দুইটাই অনেক কঠিন। ২০১৪ সালের সেই ম্যাচটা ছিল অনেক বেশি জটিল ও হতাশার। তবে এবারের বাদ পড়াটা তার চেয়েও বেশি কঠিন।’

মূলত হারার আগে না হারার মানসিকতার কারণেই এমনটা মনে করছেন পাওলিনহো। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত লড়াই করেও জয় না পাওয়ায় হতাশা প্রকাশ করেন এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমরা যেভাবে বিদায় নিলাম তা মেনে নেয়া কঠিন। একদম শেষ মুহুর্ত পর্যন্ত লড়েছি আমরা। আমরা নিঃসন্দেহে তাদের ছাড়িয়ে গেছি কিন্তু জিততে পারিনি।’