এম.মনছুর আলম,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় পলিথিন ও প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে ও সরকারের ঘোষিত নির্ধারিত ১৭টি পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের সময় দুই প্রতিষ্টানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করার অপরাধের দায়ে ৫হাজার টকা করে ওই প্রতিষ্টান দুইটিকে ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে।০৯ জুলাই (সোমবার) দুপুরে দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাতের নেতৃত্বে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
জানাগেছে, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনিসহ ১৭টি পণ্যে সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বর্ণিত পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় ও বিতরণে মোড়ক হিসেবে পাটের ব্যবহার বাধ্যতামূলক করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়।সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিমালার আলোকে ১৭টি পণ্যে পাটের মোড়ক ব্যধ্যতামূলক করে সরকার।এরই আলোকে আকস্মিক ভাবে সোমবার দুপুরের দিকে চকরিয়া পৌরসভাস্থ মগবাজার এলাকায় কয়েকটি রাইস মিল ও মিলের আড়ৎদার দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত দুই রাইস মিল প্রতিষ্টানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করার অপরাধের দায়ে ৫হাজার টকা করে ওই প্রতিষ্টান দুইটিকে ১০হাজার টাকা জরিমানা আদায় করে।এছাড়াও অন্যান্য প্রতিষ্টান সমূহকে প্লাস্টিক ব্যবহার বন্ধ ও নিষিদ্ধ করতে সতর্কতা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।ভ্রাম্যমান আদালত চালাকালীন এ সময় উপস্থিত ছিলেন,চট্রগ্রামের বস্ত্র ও পাট অধিদপ্তর সহকারী পরিচালক, চকরিয়া থানার উপপরিদর্শক(এস আই) মো: আলমগীর ও ভ্রাম্যমান আদালতের পেশকার তপন কান্তি পাল প্রমূখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।