মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়নের (বিজিবি) সাথে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ও জোন কমান্ডারের বিদায় বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ জুলাই)বেলা ১২টায় বিজিবর জোন সদরের সৈনিক ম্যাচ মিলনায়তনে বিদায়ী জোন কমান্ডার লে.কর্ণেল আনোয়ারুল আযীম’ নবাগত জোন কমান্ডার আসাদুজ্জামান এর বরণ ও বিদায় উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বিদায়ী অধিনায়কের ২৮মাসের কর্মময় জীবনের কথা উল্লেখ করে আবেগআপ্লুত হয়ে পড়েন।
এসময় মতামত ব্যাক্ত করে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ, প্রেসক্লাব প্রধান উপদেষ্ঠা মাঈনুদ্দিন খালেদ, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ, উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন ভুইয়া।
অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ, অধ্যাক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম, বিএনপি সভাপতি নুরুল আলম কোম্পানি, প্রধান শিক্ষক সাহাদাত হোসেন, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মারমা, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গির আলম কাজল, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ জায়নাল আবেদীন টুক্কু, হাফিজুল ইসলাম চৌধুরী, আবদুর রশিদ, কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক ওসমান গণি, বিজিবি স্কুল প্রধান শিক্ষক নুরুল বাশারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় নবাগত জোন কমান্ডার সকলের সার্বিক সহযোগিতার কামনা করেন এবং উপস্তিত সবাই নবাগত বিজিবির এ কর্মকর্তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।