নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেলারেল (ডিআইজি) মোল্লা ফখরুল ইসলাম বলেছেন, ‘পর্যটন নগরী কক্সবাজার সহ সারা দেশে ভ্রমন পিয়াসু দেশী-বিদেশী পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য ভ্রমণে আসা কোন পর্যটক হয়রানির শিকার হলেও কাউকে রেহায় দেয়া হবে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে’।
আজ (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিআইজি মোল্লা ফখরুল ইসলাম আরো বলেছেন, ‘দেশের পর্যটন শিল্প বিকাশে কক্সবাজার উন্নয়নে কোন বিকল্প নেই। শুধু দেশী পর্যটক নয়, বিদেশী পর্যটকদের সাথে আমাদের ভাল আচরণ করতে হবে এবং তাদের সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে এসব পর্যটকদের জেলার দর্শনীয় স্থান গুলো ভ্রমনের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে করে বিশ্বের দরবারে কক্সবাজারের সুনাম বাড়বে। এজন্য ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম। এতে বক্তব্য রাখেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফজলে রাব্বি, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস রানা, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক ও দীপক শর্মা দীপু সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।