ইমরান হোসাইন, পেকুয়া থেকে:

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচ স্কুলছাত্রের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় জনতার সমন্বয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এ মরদেহ তিনটি উদ্ধার করে। উদ্ধার মরদেহগুলো আলহাজ্ব আনোয়ার হোসেনের দুই ছেলে আমিনুল হোসাইন এমশান ও মেহরাব হোসেন এবং শওকত আলীর ছেলে ফরহাদ বিন শওকতের। তার আগে দুপুর সাড়ে ৩টার দিকে চকরিয়া মাতামুহুরি ব্রীজের নিচে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, স্কুলের অর্ধবার্ষিকীর পরীক্ষা শেষে স্কুলের পাঁচ ছাত্র মাতামুহুরি নদীর চরে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার চৌধুরী বলেন, নিখোঁজ তিন ছাত্রের লাশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পাঁচ ছাত্রের মধ্যে সন্ধ্যায় তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো রফিকুল ইসলামের ছেলে সায়ীদ জাওয়াদ অরবি ও কানু ভট্টাচার্যের ছেলে তূর্য ভট্টাচার্যের খোঁজ পাওয়া যায়নি। তবে তাদেরও উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয়রা।