বার্তা পরিবেশক:

কক্সবাজার কেজি এবং কক্সবাজার মডেল হাইস্কুলের সকল শিক্ষকদের পাঠদান দক্ষতা উন্নয়ন বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ১৬ জুলাই সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সালেহ উদ্দিন চৌধুরী। প্রধান শিক্ষক মুহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসাবে শিক্ষকতার নানা গুরুত্বপূর্ণ দিক, পাঠদান পদ্ধতি, শ্রেণি ব্যবস্থাপনা, পাঠদানে প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন চট্টগ্রাম টিচার ট্রেনিং কলেজের শিক্ষক, শিক্ষা গবেষক, জনপ্রিয় পত্রিকা শিক্ষা সৌরভ এর সম্পাদক মোঃ শামসুদ্দিন শিশির। প্রশিক্ষন কর্মসুচি পরিচালনা করেন সহকারি প্রধান শিক্ষক আইসিটি প্রশিক্ষক মোঃ নজরুল ইসলাম হোসাইনী।

সমাপনি অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন। অনুষ্ঠানের শেষে সিনিয়র শিক্ষক বিপ্লব কান্তি দে কে ফুল দিয়ে বিদায় জানান সহকর্মীরা। তিনি রামুতে ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসাবে আগামীকাল মঙ্গলবার যোগদান করার কথা রয়েছে।