হুমায়ুন রশিদ, টেকনাফ:
টেকনাফে বিজিবি জওয়ানেরা সড়কে অভিযান চালিয়ে ৭শ ১৬কেজি চোরাই কারেন্ট জালসহ একটি পিকআপ জব্দ করেছে।
জানা যায়, ২১জুলাই ভোর সকাল ৫টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বাহারছড়া শীলখালী অস্থায়ী চেকপোস্টের হাবিলদার মোঃ বাচ্চু মৃধা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল নিয়ে মাঠ পাড়া সড়কে অবস্থান নেয়। গাড়ি কাছাকাছি আসলে থামানোর সংকেত দেওয়া মাত্র চালক গাড়ি ফেলে গ্রামের ভেতর হয়ে পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি। পরে (চট্টমেট্টো-ন-১১-৪৬১২) নং পিকআপটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশী চালিয়ে চোরাই পথে আসা ৬৮ লক্ষ ১২ হাজার টাকা মূল্যমানের ৭শ ১৬ কেজি কারেন্ট জালসহ ১৮ লক্ষ টাকার পিকআপটি জব্দ করা হয়। এই ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত কারেন্ট জাল ও মিনি পিকআপটি টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।