প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার সাবেক সভাপতি, বিদগ্ধ আলেমেদ্বীন, ববর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা মুহাম্মদ হানিফ রহ. স্মরণে আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই( জুমাবার) বিকেলে কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা মুহাম্মদ হানিফ রহ. ছিলেন একজন মেধাবী আলেমেদ্বীন, বর্ষীয়ান ইসলামী রাজনীতিবিদ,একনিষ্ঠ সমাজ সেবক। শায়খুল ইসলাম আল্লামা আতহার আলী রহ. এর মতো বুযুর্গানেদ্বীনের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ঐতিহ্যবাহী নেজামে ইসলাম পার্টিতে যোগদান করেছিলেন। আল্লামা সৈয়দ মুসলেহ উদ্দীন রহ., খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ., শহীদ মৌলভী ফরিদ আহমদ রহ. এর সান্নিধ্যে তিনি প্রাচীনতম এ দলের কর্মতৎপরতায় সরব ছিলেন। তিনি ছিলেন, ইসলাম নেজাম প্রতিষ্ঠার সংগ্রামে অকুতোভয় সৈনিক। ব্যক্তিগত জীবনে নির্লোভ, নিভৃতচারী এ বিজ্ঞ আলেমেদ্বীন ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী, সত্যের পথে অটল-অবিচল। দ্বীনি শিক্ষার প্রসার, ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রাম, সমাজ সংস্কার ও মানবসেবায় বিশিষ্ট এ আলেমেদ্বীনের অবদান চির ম্মরণীয় হয়ে থাকবে। শহরের এক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ। প্রধান আলোচক ছিলেন, নেজামে ইসলাম পার্টি সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী। স্বাগত বক্তব্য রাখোন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় এ আয়োজনে মরহুমের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, জেলা নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহীম ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদুল হক, কক্সবাজার শহর সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সাবেক সহ-সভাপতি মাওলানা কারী রুহুল কাদের, মরহুমের ছেলে মাওলানা ওমর ছিদ্দিক ও মাওলানা কারী জুবাইর ছিদ্দিক, রামু উপজেলা নেজামে পার্টির দায়িত্বশীল মাওলানা হুমায়ুন কবির, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি হাফেজ সালেম, জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, পাঠাগার ও সাহিত্য সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, শহর শাখার মুহাম্মদ আব্দুল মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল কালাম, মরহুমের জামাতা মাওলানা আসআদ উল্লাহ, শিক্ষানুরাগী মাওলানা শওকত আলী, মরহুমের বড় ছেলে আবু বকর, মুরুব্বী ছৈয়দ আকবর, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাসসান দিদার, প্রাক্তন ছাত্রনেতা নুর মুহাম্মদ, তরুণ আলেমেদ্বীন মাওলানা কারী আশরাফুল মতিন মুহাম্মদ আছেম, মাওলানা নোমান, ইসলামী ছাত্রসমাজ উখিয়া উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ, ছাত্রনেতা নুরুল আলম, আনিছুর রহমান, দেলোয়ার হোসাইন প্রমুখ। শেষে মরহুমের রুহের মাগফিরাত ও দরজাত বুলন্দি কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়। উল্লেখ্য, মাওলানা মুহাম্মদ হানিফ রহ. ৭ জুলাই, শনিবার, বিকাল সাড়ে পাঁচটায় ইন্তেকাল করেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।