নিজস্ব প্রতিবেদক:
শহরের পেশকারপাড়ার নারী নির্যাতনসহ একাধিক মামলার আসামী আবু তৈয়ব (৩৫)কে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। সে উক্ত এলাকার মোহাম্মদ আলী প্রকাশ পেঠান ফকিরের ছেলে। ২২ জুলাই সন্ধ্যা ৭টার দিকে শহরের বড় বাজার এলাকা থেকে এসআই মনির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আবু তৈয়ব দীর্ঘ দিন থেকে স্ত্রী ইশরাত জাহান সারজিনকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে স্ত্রী। যার নং-৭৬/২০১৬ ইং, তারিখ-২৩/০২/২০১৬ এবং নারী ৭০৯/২০১৬ইং। তার বিরুদ্ধে রামু থানায়ও মাদকের মামলা রয়েছে বলে স্ত্রীর পক্ষের সূত্র জানিয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি অপারেশন মাইন উদ্দিন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নারী নির্যাতনসহ একাধিক মামলায় তৈয়ব গ্রেফতার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।