সিবিএন:
প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্বত:স্ফূর্ত অংশ গ্রহণ করে শান্তি ও শৃঙ্খলার মধ্যে ভোট দিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কক্সবাজার পৌরসভার নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় সকল ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মুজিবুর রহমান। একই সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের সমস্ত কার্যক্রম সম্পন্ন করায় ভোটগ্রহণে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
মুজিবুর রহমান বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রবল বৃষ্টি সত্ত্বেও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট দিয়েছেন। তারা কোনো প্রকার বাধা ছাড়াই নিজেদের পছন্দের প্রার্থীকের ভোট দিতে পেরেছেন। আমাদের সরকার এরকম একটি অংশগ্রহণমূলক ও শান্তির নির্বাচন আশা করেছিলেন। সকলের সহযোগিতাই তা সম্ভব হয়েছে।’
তিনি বলেছেন, ‘ভোটগ্রহণে আওয়ামী লীগ কোনো অনিয়ম করেনি। প্রশাসনিক কাঠামোর ভেতর থেকে সুষ্ঠুভাবে ভোট নেয়া হয়েছে। এতে নৌকা প্রতীকের লোকজন কোনো প্রভাব বিস্তার করে ব্যাঘাত ঘটায়নি। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ভোট ডাকাতির অভিযোগ হয়নি বলে তিনি দাবি করেন।’
তাদের অভিযোগ সত্য নয় দাবি করে মুজিবুর রহমান বলেন, ‘ভোটারদের প্রতি আমার শতভাগ আস্থা ছিলো। সুষ্ঠু ভোটেই আমি বিপুল ভোটে জয়ী হবো। ফলে আমার কোনো ব্যালেট ডাকাতির প্রয়োজন ছিলো না। আমি সব কেন্দ্র ঘুরে ঘুরে দেখছি কোথাও এখনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। আমরা শেষ সময় পর্যন্ত সুন্দর পরিবেশে ভোটগ্রহণ করতে প্রশাসনকে সহযোগিতা করেছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।