বিশেষ প্রতিবেদক :
“বিজয়ের হাসি হাসতেই কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র জননেতা মুজিবুর রহমান বলেছেন, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি টানা বৃষ্টিতে শহরজুড়ে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতা আর সীমাহীন দুর্ভোগের মাঝেও স্ব-স্ব কেন্দ্রে গিয়ে যেসব ভোটার আমাকে তাদের সু-চিন্তিত ব্যালটের রায়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। এ জন্যে আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আবারো কথা দিচ্ছি-দায়িত্ব নেয়ার পর জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন আধুনিক একটি পর্যটন নগরী গড়াই হবে আমার প্রথম কাজ।” বুধবার রাতে শহরের লালদীঘির পাড়স্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নতুন মেয়র এসব কথা বলেন।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৫ জুলাই উৎসবমুখরভাবে সাধারণ ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ও তাদের স্বচ্ছ-পরিচ্ছন্ন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৪১ হাজার ২৫৫ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।