প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার পৌরসভা নির্বাচন পরবর্তী নাগরিক কমিটির এক জরুরী সভা আহবায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী পরিবেশ, শাসকদলের প্রার্থীর প্রভাব বিস্তার, ভোট ডাকাতি ও জালভোট প্রদান এবং ফলাফল বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথমত-নৌকা মার্কার কর্তৃক কেন্দ্রে কেন্দ্রে ভোট ডাকাতি, জাল প্রদান এবং পৌরবাসীর গণতান্ত্রিক অধিকার হরণ করার কারণে নির্বাচন প্রত্যাখান এবং ঘোষিত ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়।

দ্বিতীয়ত-ভোট ডাকাতির প্রতিবাদে নাগরিক কমিটি কর্তৃক ঘোষিত হরতাল কর্মসূচী দুর্যোগপূর্ণ আবহাওয়া, পাহাড়ধ্বসে হতাহতের ঘটনা ও নিম্মাঞ্চলে বন্যার কারণে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয় এবং পাহাড়ধ্বসে নিহতদের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সভায় মেয়রপ্রার্থী সাবেক সফল মেয়র সরওয়ার কামাল, মমতাজুল হক, সাবেক কক্সু ভিপি ছৈয়দ করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।