সিবিএন:
ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে মিরাছ উদ্দিন (২৪) নামের কক্সবাজার সদর হাসপাতালের এক ল্যাব টেকনোলজিস্ট।
তাকে মারধর করে নগদ টাকা, ব্যবহারের মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
রবিবার (২৯ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে শহরের বৌদ্ধমন্দির সড়কে ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সে বর্তমানে জরুরী বিভাগে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
ভিকটিম মুঠোফোনে সিবিএনকে জানায়, বাসা থেকে বের হয়ে টমটমে করে কর্মস্থলে যাওয়ার পথে ৫/৬জন অস্ত্রধারী ছিনতাইকারী বৌদ্ধমন্দির সড়কে গাড়ির গতিরোধ করে। এরপর উপর্যুপরি আঘাতে অজ্ঞান হয়ে গেলে তার কাছে থাকা ২০ হাজার ও ২ দুই হাজার টাকা দামের ২টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পকেটে থাকা টাকা পয়সাও নিয়ে গেছে ছিনতাইকারীরা।
মিরাছ উদ্দিনের বাড়ি কক্সবাজার সদরের ইসলামপুরের ৫ নং ওয়ার্ডে।
ঘটনার জন্য হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ শাহীন আব্দুর রহমান চৌধুরী দুঃখ প্রকাশ করেছে। ছিনতাইকারীদের দ্রুত বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি।