এম.মনছুর আলম, চকরিয়া:
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম বিশেষ উদ্যোগ হচ্ছে বিদ্যুৎ খাত। ২০২১ সনের মধ্যে সারাদেশে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার উপজেলাকে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আনার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে।আগামী ২০২১সালের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয় দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য ৪,৮০,০০০ কিঃমিঃ বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হবে।মন্ত্রনালয়ের নির্দেশক্রমে এরই অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” সম্বলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। রবিবার (২৯জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলা প্রশাসন চত্বর এলাকায় এ বিলবোর্ডটি স্থাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সার্বিক তত্তাবধানে বিলবোর্ডটি প্রদর্শনী কার্যক্রমের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ। এসময় উপস্থিত ছিলেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, ডুলাহাজারা ইউপি সদস্য মো: নুরুল আবচার, ইউপি সদস্য মো: সোলায়মান, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী ও যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর,চকরিয়া পৌরসভা মৎস্যজীবিলীগের সাংগঠনিক সম্পাদক মো: জালাল উদ্দিন মানিক প্রমুখ।