মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত স্টাফদের জন্য কম্পিউটার, অফিস ব্যবস্থাপনা এবং ই-ফাইলিং ব্যবস্থাপনার ওপর দুই দিন ব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় গত সোমবার সকালে পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। মৎস্য কর্মকর্তা রাশেদ পারভেজ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি প্রধান অতিথি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন-পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরাা বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়ক উবাই রাখাইন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকলকে দৈনন্দিন অফিস কার্যক্রমে আই.সি.টি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, আই.সি.টি’তে পিঁছিয়ে থাকলে, কখনোই কোন ব্যক্তি কিংবা দপ্তর স্বর্ণ শিখরে পৌঁছতে পারবেনা। তাই আই.সি.টি প্রশিক্ষণ সকলের জন্য অতীব জরুরী। এ প্রশিক্ষণের মাধ্যমে যখন কারো কাজের চাহিদা সকলের নিকট পৌঁছে যাবে, তখনিই তিনি মানব সম্পদে পরিণত হবেন। শেষে কোর্স মূল্যায়নে ভাল পার্ফমেন্স করায় ০৬ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি।

লামা উপজেলা পরিষদ সূত্র জানায়, জিওবি ও জাইকার অর্থায়নে পরিচালিত উপজেলা পরিষদ পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ২০০ উপজেলার মধ্যে লামা উপজেলা নির্বাচিত হয়। এ প্রেক্ষিতে উপজেলায় উপ-প্রকল্প প্রণয়নের কার্যক্রমের আওতায় পরিষদের কর্মরত স্টাফদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এছাড়া এ প্রকল্পের আওতায় উপজেলার প্রত্যন্ত এলাকায় বসবাসরকারীগনের জন্য গর্ভকালীণ বা প্রসব পরবর্তী যতœ বিষয়ে সচেতনতা, শিশুদের পুষ্টির প্রয়োজনীয়তা এবং অপুষ্টি রোধে করনীয়, তামাকের বিকল্প হিসেবে ভুট্টাসহ শীতকালীন লাভজনক সবজি উৎপাদন কলাকৌশলসহ তামাক চাষের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কর্মশালা, পল্ল্ ীউন্নয়ন বোর্ডের সমন্বিত/দলের সদস্যদের হস্তশিল্প, শিক্ষকদের পেশাগত উন্নয়নের অংশ হিসবে গণিত ও ইংরেজী বিষয়ে দক্ষতার সাথে পাঠদানের জন্য, বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা মূলক ও সমবায়ীদের জীবন মান উন্নয়নের জন্য পশু সম্পদ বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। ধাপে ধাপে এসব প্রশিক্ষণ প্রদান করা হবে।