সিবিএন:
ইয়াবা পাচারের দায়ে নবী হোসেন (২২) নামে এক রোহিঙ্গা যুবককে ছয় বছরের কারাদন্ড দিয়েছে কক্সবাজার যুগ্ম-জেলা জজ আদালত। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেয়া হয়। মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত রোহিঙ্গা যুবক মায়নামারের মংডুর বুচিদং এলাকার নূরুল ইসলামের পুত্র।

রাষ্ট্রপক্ষের আইনজীবি জিয়া উদ্দীন আহমদ জানান, ২০১৫ সালের টেকনাফ সদর ইউনিয়নস্থ নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্ট থেকে ১০ হাজার ইয়াবাসহ নবী হোসেনকে আটক করে বিজিবি। ওই ঘটনায় বিজিবির এক সদস্য বাদি হয়ে মামলা দায়ের করে। মামলা দীর্ঘ শুনানী শেষে আসামীকে নবী হোসেনকে ছয় বছরের কারাদন্ড দেন।