গত ৩০ জুলাই ঝাউতলা নারী কল্যাণ মহিলা সমবায় সমিতি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাতেমা আলম লিপি’র নেতৃত্বে কক্সবাজারের নব নির্বাচিত পৌর মেয়র মুজিবুর রহমান চেয়ারম্যান, সংরক্ষিত নারী কাউন্সিলর নাছিমা আক্তার বকুল ও ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু’কে ফুলেল শুভেচ্ছা জানানোর সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে।
এই সংবাদের প্রতিবাদ জানান, ফাতেমা আনকিছ জেইজী নামে এক নারী। তিনি দাবী করেন তিনিই হলেন, ঝাউতলা নারী কল্যাণ মহিলা সমবায় সমিতি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আর প্রতিবাদের একাংশে তিনি চ্যালেঞ্জ করেন ফাতেমা আলম লিপি কোন প্রমান দেখাতে পারবেনা তিনি যে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। যদিও ওই সংবাদে ফাতেমা আনকিছ ডেইজীও কোন প্রমান দেখাতে পারেনি। এই মিথ্যা সংবাদ দেখে তীব্র প্রতিবাদ জানান, ঝাউতলা নারী কল্যাণ মহিলা সমবায় সমিতি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাতেমা আলম লিপি। তাই তিনি তথ্য প্রমাণের ভিত্তিতে প্রকাশ করেছে ফাতেমা আনকিছ জেইজী হলেন এই সংগঠনের ব্যবস্থাপনা কমিটির সদস্য। ডেইজি সংগঠনের মানক্ষুন্ন করার জন্য নানা মিথ্যা সংবাদ প্রকাশ করছে। এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, ঝাউতলা নারী কল্যাণ মহিলা সমবায় সমিতি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাতেমা আলম লিপি। তিনি পাঠকদের বিভ্রান্ত না হয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেন ফাতেমা আনকিছ ডেইজী এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নন।

প্রতিবাদকারী
ফাতেমা আলম লিপি
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
ঝাউতলা নারী কল্যাণ মহিলা সমবায় সমিতি কক্সবাজার।