ছবি : সম্মাননা গ্রহন করছেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন

সিবিএন ডেস্ক :

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: নাছির উদ্দিন ‘শেরে বাংলা স্মৃতি সম্মাননা-২০১৮’ অর্জন করেছেন। গত ২০ জুলাই ২০১৮ ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর সুরমা হলে ‘মুক্তিযুদ্ধেও চেতনা, অর্থনৈতিক মুক্তি ও উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান-২০১৮ উপলক্ষে এক অড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিবও বিটিআরসি’র চেয়ারম্যান ও শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মর্গিুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি এম তাফজ্জ্বল হোসেন(সাবেক প্রধান বিচারপতি), প্রধান আলোচক ছিলেন বিচারপতি মো: ছিদ্দিকুর রহমান মিঞা, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোট এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: কামাল উদ্দিন আহমেদ। উল্লেখ্য যে, শিক্ষা, সাহিত্য, সমাজ সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সারাদেশের শতাধিক ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়। উলেখ্য যে, মো: নাছির উদ্দিন ইতোমধ্যে ২০১৮ সালে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক) হবার গৌরব অর্জন করেছেন।