সিবিএন:
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: মুজিবুল হক এম পিবলেছেন, সরকার ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে উপ-আনুষ্ঠানিক শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের জন্য প্রায় ২৮৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। বৃহস্পতিবার শুটকি মাছ সেক্টরে শিশুশ্রম নিরসন বিষয়ক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসনের সভাপতিত্বে বৃহস্পতিবার কক্সবাজারের স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য মো: ইলিয়াছ, মহিলা সাংসদ বেগম খোরশেদ আরা হক, শ্রম ও কর্মসংস্থান সচিব আফরোজা খান, উইনরক ইন্টারন্যাশনালের পরিচালক মারথা সেল্ডিংজার।