প্রেস বিজ্ঞপ্তি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ আগস্ট) বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৮ আগস্টে শ্রমিকলীগের আলাদাভঅবে জাতীয় শোক দিবস পালনের নানা কর্মসূচী গ্রহণ করা হয়।

জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত জরুরী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম কালু ও আবদুল ওয়াদুদ, যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দীন শাওন, দপ্তর সম্পাদক ওসমান গণি, সিবিএ নেতা খোরশেদ আলম, জেলা সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, চকরিয়া উপজেলা শাখার আহ্বায়ক জামাল উদ্দীন, কুতুবদিয়া উপজেলা আহ্বায়ক নূরুল ইসলাম কুতুবী, রামু উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম কাজল, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা আহ্বায়ক আমজাদ হোসেন ছোটন রাজা, চকরিয়া পৌর সভাপতি জহিরুল ইসলাম, হকার্স শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, জীপ-কার-মাইক্রো চালক শ্রমিকলীগের সুগন্ধা শাখার সভাপতি জামাল উদ্দীন, কৃষি খামার ইউনিট শ্রমিকলীগের সভাপতি নূরুল ইসলাম বাবুল। কোরআন তেলোয়াত করেন ১২ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি নূরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক জিন্নাত আলী, জেলা সাংগঠনিক সম্পাদক খোরশেদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আহামদ, সহ-সম্পাদক মোঃ ইউনুছ, শাহনেওয়াজ চৌধুরী,. রাশেদুল হক সোহেল, নূরুল আবছার, মোঃ ফরিদুল ইসলাম, আরিফুল ইসলাম, শাহীনশাহ, মোঃ ইমরান হোসেন, কুতুবদিয়া উপজেলা যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম রাসেল, রামু উপজেলা যুগ্ম-আহবায়ক সাহাব উদ্দীন, মঞ্জুর আলম, রেজাউল করিম টিপু, ছৈয়দ মোরশেদুর রহমান, মোঃ রফিক, নূরুল ইসলাম বাবুর্চি, মো. আলম প্রমুখ।

গৃহিত কর্মসূচী সমূহ: ১৮ আগস্ট সকাল ৯টায় দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দুপুর ২টায় খতমে কোরআন ও দোয়া মাহফিল, বিকাল ৩টায় পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে আলোচনা সভা ও গণভোজ।

সভার শুরুতে ১৫ আগস্ট কালোরাতে নিহত সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে আন্দোলনের নামে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।