সিবিএন:
মাদক পাচাররোধ ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে কক্সবাজারের টেকনাফের নাফনদীর জলসীমায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) আবারও যৌথ টহল দিয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলমান ছিল বিজিবি-বিজিপির নাফনদে ১৪তম এ যৌথ টহল।

টেকনাফ-২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির নায়েক সুবেদার মো. এনায়েত আলীর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল দুটি স্পিডবোটযোগে এবং মিয়ানমারের ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশের অধীনস্থ ম্যাগাচিয়াংক ক্যাম্পের বর্ডার গার্ড পুলিশের অধিনায়ক কেউয়া থেথওর নেতৃত্বে ১২ সদস্যের টহলদল দুটি স্পিডবোটযোগে টহলে অংশ নেয়।

বিআরএম-২ থেকে বিআরএম-৫ পর্যন্ত নাফনদীতে যৌথ টহল পরিচালনা করে উভয়দলের নিরাপত্তা বাহিনী। টহল শেষে উভয়পক্ষের কমান্ডার ও টহল সদস্যরা সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় শেষে টহল শেষ করেন।