প্রেসবিজ্ঞপ্তি:
নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলা প্রেসক্লাব উখিয়া।

উখিয়ায় প্রধান সড়কের পাশে ৯ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টার সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার সম্পাদক মো: মিজান উর রশীদ মিজানের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে পরিকল্পিত উখিয়া চাই ফোরামের সভাপতি সাংবাদিক নুর মুহাম্মদ সিকদার বলেন, আমরা কোন দলের নই, আমরা বলি মাটিও মানুষের কথা, দেশের কথা, কৃষকের উন্নয়নের কথা, গ্রামিন অবকাঠামো উন্নয়নের কথা। তবে আমরা বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বকে সম্মান করি। বর্তমান উখিয়ায় রোহিঙ্গা সংকটের সমাধান এই সরকারই করতে পারবে আমাদের বিশ্বাস। তার মানে এই নয় যে, কারো মনতুষ্টির জন্য সাংবাদিকদের উপর হামলাকারীদের রেহাই দেবে, তা আমাদের কাম্য নয়। আমরা চাই নিরাপত্তা, সাংবাদিকদের কল্যাণ ভালবাসা। তিনি আরো বলেন, বর্তমানে উখিয়ায় রোহিঙ্গা ভিত্তিক কার্যক্রমে ৮৫টি সেবা সংস্থা গুলোর অশুভ তৎপরতা সরকারের নিয়ন্ত্রণে আনার দাবী জানানো হয়।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের উখিয়া প্রতিনিধি সাংবাদিক মোসলেহ উদ্দিন, দৈনিক সৈকতের উখিয়া প্রতিনিধি শাকুর মাহমুদ চৌধুরী, দৈনিক আলোকিত উখিয়া প্রতিনিধি নুরুল আলম সিকদার, দৈনিক জনতার কক্সবাজার প্রতিনিধি কফিল উদ্দিন আনু, অনলাইন উখিয়া নিউজ টুডের সাংবাদিক তানভির শাহারিয়ার, রাসেদুল ইসলাম প্রমুখ।