প্রেসবিজ্ঞপ্তি :

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কক্সবাজার জেলা শাখা।  ১০ আগষ্ট শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে-জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, ইসলাম কখনও হত্যাকান্ডকে সমর্থন করে না। যারা হত্যাকারী তাদের উপর আল্লাহর গজব নাযিল হয় এবং তারা ধ্বংস প্রাপ্ত হয়। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতিরজনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ইতিহাসে জঘন্যতম এক কালো অধ্যায় রচনা করেছে ষড়যন্ত্রকারী কুচক্রিমহল। তিনি আরো বলেন, ধর্মীয় সেক্টরে জননেত্রী শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়ন সাফল্যসমূহ ব্যাপক ভাবে প্রচার করতে হবে এবং এ বিষয়ে ওলামায়ে কেরামকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন ও মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন। দেশের ৬৭টি কামিল মাদরাসায় অনার্স কোর্স ও ৩১টি কামিল মাদরাসায় মাস্টার্স কোর্স চালু করেছেন। কাওমী মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান প্রদান করেছেন। ওলামালীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।

জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল আলম সরকারের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ড. মোঃ নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এম.এ. মঞ্জুর, সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিদুল আলম, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা রফি উদ্দিন, মৎস্যজীবি লীগ নেতা শাহাবুদ্দিন জনি, পৌর ওলামা লীগের সভাপতি মাওলানা শামসুদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সৈয়দ আলম, ঝিলংজা ইউনিয়ন সভাপতি মাওলানা আসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাকের হোসাইন, সহ-সভাপতি মাওলানা মোঃ ইউনুছ, ১৩নং সাংগঠনিক ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেক, সহ-সভাপতি মাওলানা ফজলুল হক, ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি মাওলানা শামসুল আলম ও মাওলানা ইমরান প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের আত্মার মাগফিরাত এবং দেশ-জাতির উন্নতি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সমাপনী মোনাজাত ও মিলাদ পরিচালনা করেন জেলা ওলামা লীগ সভাপতি মাওলানা নুরুল আলম সরকার।