আবু সায়েম,কক্সবাজারঃ

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের প্রাত্যহিক অভিযানে ১১জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। গত ১২ আগষ্ট সকাল ৮টা হতে ১৩আগষ্ট সকাল ৮টা পর্যন্ত অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দীন খন্দকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত)মোহাঃ কামরুল আজম,পুলিশ পরিদর্শক (অপারেশনস এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাঃ মাইন উদ্দীন এসআই সুজন চন্দ্র মজুমদার,এসআই মোবারেক হোসেন ,এসআই জামাল হোসেন ,এসআই মোঃ মনির হোসেন,এএসআই রাশেদ খাঁন এএসআই শরীফ, এএসআই তপন কুমার দাশ সঙ্গীয় ফোর্স এবং ইদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১জন আসামীকে গ্রেপ্তার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আহম¥দ হোছাইন ,পিতা-মৃত ইমান শরীফ সাং বড় চৌধুরী পাড়া, ভারুয়াখালী থানা ও জেলা কক্সবাজার, রমজান আলী, পিতা- ইউসুফ আলী, সাং-পুর্ব বোয়ালখালী ঝলদাশ পাড়া,ইসলামাবাদ ,থানা ও জেলা কক্সবাজার  জামাল হোসেন, পিতা -মৃত মোহাঃ আমিন আলী , নুর জাহান, স্বামী -জামাল হোসেন উভয় বর্তমানে মধ্যম নুনিয়াছড়া মোজাম্মেল সওদাগরের মালিকানাধীন দোকান ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে, মোঃনুরুল আমিন,পিতা- মৃত নুর মোহাম্মদ , সাং কচ্ছপিয়া,গর্জনিয়া, ১নং ওয়ার্ড,থানা- রামু জেলা কক্সবাজার, ৬ মোঃ নাহিদ ,পিতা- অলি আহমদ ,সাং, মোক্তারকুল বাংলাবাজার, ঝিলংজা, থানা ও জেলা কক্সবাজার, মোহাঃ করিম, পিতা-মৃত আব্দুর শুক্কুর  শাহজাহান ,পিতা- জাফর সাং পূর্ব পাহাড়তলী ইসূলের ঘোনা,থানা ও জেলা কক্সবাজার ৯ মোহাঃ রাসেল,পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং খাজা মঞ্জিল,বৈদ্যের বাড়ীর কাছে, থানা ও জেলা কক্সবাজার,আবু বকর ছিদ্দিক, পিতা হাবিবুর রহমান, সাং বিড়িআর ক্যাম্প ,থানা ও জেলা কক্সবাজার হাসান শরীফ, পিতা-আব্দুল করিম, সাং, খুরুশকুল কাউয়ারপাড়া ,থানা ও জেলা কক্সবাজারদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফরিদ উদ্দীন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেপ্তোর পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধরণ ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে, এবং চুরি ছিনতাই ও সন্ত্রাসিদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।