সংবাদ বিজ্ঞপ্তি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালন করেছে চকরিয়া প্রেসক্লাব।
১৫ আগষ্ট বিকাল ৫টায় রূপালী শপিং কমপ্লেক্স ৩য় তলাস্থ প্রেসক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি (মানবকণ্ঠ, হিমছড়ি ও চকরিয়া টোয়েন্টিফোর ডটকম) মো: আবদুল মজিদের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য অলি উল্লাহ রনি (খবরপত্র ও ইনানী)’র সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা প্রেস ক্লাবের সদস্য প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী (ইনকিলাব)।
বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহসভাপতি জহিরুল আলম সাগর (আমাদের কক্সবাজার), সাবেক সহসাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী (আমাদের নতুন সময় ও আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক একেএম বেলাল উদ্দিন (ভোরের ডাক), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বিএম হাবিব উল্লাহ (আলোকিত বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন (সকালের কক্সবাজার), দপ্তর সম্পাদক এসএম হান্নান শাহ (জাতীয় দৈনিক সকালের সময় ও আজকের দেশ বিদেশ), নির্বাহী সদস্য আবদুল মতিন চৌধুরী (দৈনিক জনতা), সিনিয়র সদস্য এম মোস্তফা কামাল (কালবেলা), এম আলী হোসেন (দৈনিক করতোয়া ও কক্সবাজার ৭১), মাস্টার মো: জাহেদ (বাংলাদেশ বেতার), শাহজালাল শাহেদ (দৈনিক সংগ্রাম), ফেরদৌস ওয়াহিদ (দৈনিক রূপালী সৈকত), এম নুরুদ্দোজা জনি (দৈনন্দিন), আবুল হোসেন (আপনকন্ঠ), সাঈদী আকবর ফয়সাল (আলোকিত উখিয়া), আবদুল করিম বিটু (বাংলাদেশের খবর)সহ প্রেস ক্লাবের সদস্য, জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। শোক দিবস পালন শেষে প্রেস ক্লাবের প্রধান নির্বাচন সমন্বয়কারী (প্রধান নির্বাচন কমিশনার) জাকের উল্লাহ চকোরী হালনাগাদ ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্ত করতে ২বছরের মাসিক ফিস দেওয়ার আহবান জানান এবং অতি শীঘ্রই প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন।