হাফিজুল ইসলাম চৌধুরী :

স্থানীয় জামে মসজিদে জুমার নামাজে বয়ান দিলেন। যথারীতি খুতবা পড়ে নামাজে ইমামতিও করলেন। এর পর বাড়ি ফেরার কথা বলে, যাত্রাপথেই না ফেরার দেশে চলে গেলেন- রামু উপজেলার গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ক্বারি শিক্ষক ও গর্জনিয়া ইউনিয়নের প্রসিদ্ধ ওয়ায়েজ মাওলানা নুরুল আমিন।

শুক্রবার (১৭ আগস্ট) ইউনিয়নের জুমছড়ি এলাকার নজু মাতবরপাড়া জামে মসজিদ থেকে, নিজ বাড়িতে ফেরার পথে- তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন কণ্যা সন্তান রেখে যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এহেসান উল্লাহ জানিয়েছেন- ১৮ আগস্ট (শনিবার) সকাল দশটায় জুমছড়ির নজু মাতবরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মাওলানা নুরুল আমিনের যানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে প্রসিদ্ধ এই ওয়ায়েজের মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বমহলের লোকজন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ অব্যাহত রেখেছেন।

এদিকে গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে মাওলানা নুরুল আমিনের মৃত্যুতে, তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি- গর্জনিয়া ইউনিয়ন পরিষদের পাঁচ বরের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও গর্জনিয়া উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা তৈয়ব উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারি কলেজ পরিদর্শক আবুল কাশেম মো.ফজলুল হক, গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আয়ুব, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ সুলতান আহমদ চৌধুরী, গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রয়াত সভাপতি আলহাজ¦ নাজের চৌধুরীর বড় ছেলে- আমেরিকা প্রবাসি মো.সাইফুল্লাহ চৌধুরী লেবু, গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী,

গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কায়সার জাহান চৌধুরী, শিক্ষানুরাগী হাবিব উল্লাহ চৌধুরী, ছলিম উল্লাহ চৌধুরী, ইসলামি ব্যাংক- গর্জনিয়া বাজার শাখার পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন, আলহাজ¦ নাজের নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আয়েশা খানম চৌধুরী, গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক রাজিয়া আক্তার শিলা, গর্জনিয়া এমই বিদ্যপীঠের প্রধান শিক্ষক শাহারীয়ার ওয়াহেদ, থোয়াংগেরকাটা আদর্শ শিক্ষা নিকেতন উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য আবদুল জব্বার,

গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইউছুফ, সাধারণ সম্পাদক শংকর শর্মা, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান কচ্ছপিয়া নাপিতেরচর আমির মোহাম্মদ বাচ্চু চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলীম, সাধারণ সম্পাদক মো.মুহিবুল্লাহ, গর্জনিয়া ইউনিয়ন যুবদল সভাপতি দিদারুল আলম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো.শহীদুল্লাহ শহীদ ও গর্জনিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আজিজুল হক আজিজ গভীরভাবে সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন।