চকরিয়া প্রতিনিধি

চকরিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন/২০১৮ বহুল আলোচিত তফসীল ঘোষণা গতকাল ১৭ আগষ্ট বিকাল ৪টায় রূপালী শপিং কমপ্লেক্স ৩য় তলাস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী উক্ত তফসীল ঘোষণা করেন প্রেস ক্লাবের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও প্রধান নির্বাচন কমিশনার, কক্সবাজার প্রেস ক্লাবের সদস্য প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী। তিনি বলেন, স্বচ্ছ ব্যালেটের মাধ্যমে সরাসরি ভোট প্রয়োগের মধ্য দিয়ে দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বর, রোজ শুক্রবার বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্টিত হবে। ভোট শুরু ওইদিন বেলা ২টা, ভোট গ্রহণ শেষ বিকাল ৫টা। এ উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ ২৫আগষ্ট, মনোনয়নপত্র সংগ্রহ ২৬ ও ২৭আগষ্ট, মনোনয়নপত্র জমাদান ২৮আগষ্ট সকাল ১০ হতে রাত ৮টা। মনোনয়নপত্র বাছাই ২৯আগষ্ট। পদ সমূহের মধ্যে রয়েছে; সভাপতি ১জন, সহসভাপতি ১ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহসাধারণ সম্পাদক ১ জন, অর্থ সম্পাদক ১ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ১ জন এবং কার্য্য নির্বাহী সদস্য ৩ জন, মোট ১১ টি পদে জাতীয় প্রেস ক্লাবের নিয়মানুসরণ করে নির্বাচন হবে। আমরা হোটেলে বসে সিলেকশন পদ্ধতিতে নির্বাচনে বিশ্বাসী নই। আমরা স্বচ্ছ ব্যালেটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশনে বিশ্বাসী। প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত তফসীলে ক্লাবের সকল সদস্যদেরকে ২৫আগষ্টের মধ্যে বিগত ২ বছরের মাসিক ফিস ৫০ টাকা হারে প্রতিজনকে ১২০০টাকা পরিশোধ করার এবং পত্রিকার নবায়নকৃত স্ব স্ব পরিচয়পত্র ও ক্যাডিট লাইনে নিইজের কপিসহ জমা দিয়ে হালনাগাদ ভোটার তালিকায় অর্ন্তভূক্ত হওয়ার আহবান জানান। যারা পত্রিকায় কর্মরত নাই এবং ক্লাবের স্বার্থ ও শৃংখলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত সদস্যদের বিরুদ্ধে গণতন্ত্রের ৪,৫ ও ১১নং অনুচ্ছেদ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সিনিয়র সদস্য সিনিয়র সাংবাদিক এম আলম চৌধুরী, চকরিয়া প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি (মানবকণ্ঠ, হিমছড়ি ও চকরিয়া টোয়েন্টিফোর ডটকম) মো: আবদুল মজিদ, সহসভাপতি জহিরুল আলম সাগর (আমাদের কক্সবাজার), সাবেক সহসাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী (আমাদের নতুন সময় ও আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক একেএম বেলাল উদ্দিন (ভোরের ডাক), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বিএম হাবিব উল্লাহ (আলোকিত বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন (সকালের কক্সবাজার), দপ্তর সম্পাদক এসএম হান্নান শাহ (জাতীয় দৈনিক সকালের সময় ও আজকের দেশ বিদেশ), নির্বাহী সদস্য আবদুল মতিন চৌধুরী (দৈনিক জনতা), সিনিয়র সদস্য এম মোস্তফা কামাল (কালবেলা), এম আলী হোসেন (দৈনিক করতোয়া ও কক্সবাজার ৭১), মাস্টার মো: জাহেদ (বাংলাদেশ বেতার), শাহজালাল শাহেদ (দৈনিক সংগ্রাম), ফেরদৌস ওয়াহিদ (দৈনিক রূপালী সৈকত), এম নুরুদ্দোজা জনি (দৈনন্দিন), আবুল হোসেন (আপনকন্ঠ), সাঈদী আকবর ফয়সাল (আলোকিত উখিয়া), আবদুল করিম বিটু (বাংলাদেশের খবর)সহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। ###