সিবিএন : কক্সবাজার সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক দিদারুল ইসলামের মাতা নুর জাহান সৌদি আরবে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ঈদগাহ উত্তর মাইজপাড়ার মরহুম হাজী আবদুর রশিদের স্ত্রী ।
পারিবারিক সুত্রে জানা গেছে , গত ১ আগষ্ট পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে মেজ ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম কে সাথে নিয়ে সৌদি আরব যান । সেখানে আজ ৩০ আগষ্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেন।
এদিকে অধ্যাপক দিদারের মাতার ইন্তেকালে কক্সবাজার সিটি কলেজ গভর্ণিং বডির সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন , অধ্যক্ষ ক্য থিং অং , উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপিকা শাহানুর আক্তার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী,সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এহেছানুল হক হেলালী,ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক মংম্রাছিন,বাংলা বিভাগের প্রধান অধ্যাপক নুরুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক তসলিমা রশিদ, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও ট্যুরিজম বিভাগ প্রধান অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশ ,ইংরেজী বিভাগের অধ্যাপক হাশেম উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অধ্যাপক আবুল কালাম আজাদ , পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক জেবুন্নেছা , বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক শারায়াত পারভীন লুবনা, দর্শন বিভাগের প্রধান অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো , ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান অধ্যাপক নুরুল আবছার চৌধুরী , মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদুল ইসলাম প্রমুখ।