তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামে এক যাত্রীর চার্জার লাইটের ব্যাটারির জায়গায় লুকানো অবস্থায় ১ কেজি ৫১৭ গ্রাম (১৩টি) স্বর্ণের বার  উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাাতিক বিমানবন্দরে সকাল নয়টার দিকে দোহা থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটের এক যাত্রীর কার্টন থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা নজরদারি বাড়িয়েছিলাম। স্ক্যানিংয়ের সময় একটি কার্টনে সন্দেহজনক কিছু ধরা পড়ে। এরপর কার্টনটির মালিকানা দাবি করেনি কেউ। কার্টনটি লাউঞ্জে এনে অপেক্ষা করা হয় যদি কেউ মালিকানা দাবি করে। শেষ পর্যন্ত কেউ মালিকানা দাবি না করায় সেটি খোলা হয়। পাওয়া যায় চার্জার লাইট। ওই লাইটের ব্যাটারির জায়গায় কৌশলে স্বর্নের বারগুলো লুকানো ছিল।