এম.মনছুর আলম, চকরিয়া :

সঠিক ধর্মীয় অনুশাসনের অভাবে উগ্রবাদ ও সহিংসতার জন্ম হচ্ছে। বেকারত্বের অভিশাপ, অজ্ঞতা ও ধর্মীয় গোড়ামী থেকেও উগ্রবাদের জন্ম হয়। তরুণরা যাতে উগ্রবাদ এবং সহিংতার দিকে না ঝুকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে শিক্ষার্থীদের। উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে পারিবারিক পর্যায়ে অর্থনৈতিক সচ্ছলতা আনতে হবে। ৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় শেড কর্তৃক আয়োজিত ইপসা সিভিক কনসোর্টিয়াম এর সহযোগিতায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সচেতনতামুলক কবিয়াল গানের আসর চকরিয়া সিটি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহউদ্দিন খালেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনজুর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.মনছুর আলম। অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ শওকত উসমান মানিক, ফিল্ড অফিসার মোঃ ফরহাদ পিয়ারু ও যুব গ্রুপের সদস্য শাওন ও তানিয়া। এসময় শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে তুলে কবিয়াল গান পরিবেশন করেন পটিয়ার কবিয়াল মো: আবু ইউসুপ।