মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার আদালত প্রাঙ্গনে মক্কেলের কিলঘুষিতে কামাল হোসেন প্রকাশ কামাল মেম্বার (৫৫) নামে আইনজীবী সহকারী মারা গেছে। বুধবার (৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে বার ক্যাফেটেরিয়ার সামনে এঘটনা ঘটে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কামাল হোসেনের সাথে শহরের লিংকরোডস্থ মুহুরীপাড়ার জনৈক খলিল মাস্টারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামাল হোসেনকে কিলঘুষি দেয় খলিল মাস্টার। তাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষনিক তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
নিহত কামাল হোসেন সদর উপজেলার পিএমখালী ডিকপাড়ার মৃত আলহাজ্ব মোহাম্মদ নাছিমের ছেলে ও পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। তিনি ২০১২ সালের ৮ ফেব্রুয়ারী আইনজীবী সহকারী সমিতিতে যোগদান করেন বলে সমিতি সুত্রে জানা গেছে। তবে, ঘাতক খলিল মাস্টারের সাথে মুন্সি কামালের কিসের শত্রুতা তা স্পষ্ট জানা যায়নি।
জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে আগেভাগে স্বশস্ত্র সন্ত্রাসী জড়ো করে খলিল মাস্টার। পরিকল্পনা অনুযায়ী বার কেন্টিনের সামনে কামালকে কিলঘুষি মারে। এতে সে বুক চেপে ধরে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন সমিতির সভাপতি ফোরকান আহম্মেদ খোকন, সাবেক সভাপতি মোহাম্মদ হাসানসহ সমিতির নেতৃবৃন্দ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।