হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গতকাল বুধবার থেকে ভর্তি মেলা শুরু হয়েছে। সকাল দশটায় ক্যাম্পাসের সামনে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুল হামিদ।
এসময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এএসম সাইফুর রহমান, বিবিএ বিভাগের প্রধান রাজিদুল হক সুমন, হসপিটালিটি এ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাকিল আহমদ, ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিয়া ফারজানা, বিবিএ বিভাগের শিক্ষক আদিতা বড়ুয়া, সহকারী রেজিস্ট্রার কুতুব উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
কক্সবাজার পৌরসভা কার্যালয় ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এই মেলা চলছে। মেলায় ব্যবসায় প্রশাসন, আইন, ইংরেজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ইসলামিক স্টাডিজ অ্যান্ড দাওয়া, এমবিএ, ইএমবিএ, এমএ (ইংরেজি), ডিপ্লোমা-ইন-লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স,
ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স, সার্টিফিকেট কোর্স-ইন-ইংলিশ এবং সার্টিফিকেট কোর্স-ইন-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তির তথ্য তুলে ধরা হচ্ছে।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি রেজিস্ট্রার কুতুব উদ্দিন বলেন, সব বিভাগে ভর্তি ফির ক্ষেত্রে ৫০ ভাগ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও রয়েছে নানা সুবিধে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। বিস্তারিত মুঠোফোনে (০১৭৬২-৬৮৬২৭৪) জানা যাবে। এছাড়াও আগামী দুই মাসের মধ্যে কলাতলীস্থ স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।