এম.মনছুর আলম, চকরিয়া :
চকরিয়া যুব পরিষদের নির্বাহী কমিটির আওতাধীন উপজেলার খুটাখালী ইউনিয়ন শাখার ২ সদস্য বিশিষ্ট (আংশিক) নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। চকরিয়া যুব পরিষদের নির্বাহী কমিটির সভাপতি মাস্টার তানজিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো.আতাউল গনি পারভেজ স্বাক্ষরিত উক্ত কমিটি অনুমোদন দেন।উক্ত ঘোষিত আংশিক কমিটিতে ডুলাহাজারা কলেজিয়েট ইনষ্টিটিউট’র প্রধান শিক্ষক শাহ্ জালালকে সভাপতি এবং প্রভাষক মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৫টা দিকে চকরিয়া যুব পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দরা খুটাখালী ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, চকরিয়া যুব পরিষদের নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি রামিম হায়দার, সহ-সভাপতি নকিবুল মওলা, সহ-সাধারন সম্পাদক এ. হোসাইন, দপ্তর সম্পাদক মো: তারিকুল ইসলাম প্রমূখ। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে চকরিয়া যুব পরিষদের সভাপতি মাস্টার তানজিনুল ইসলাম বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ২১সদস্য বিশিষ্ট পু্র্নাঙ্গ কমিটি ও তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করে নির্বাহী কমিটির বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন এবং দলমত নির্বিশেষে খুটাখালী ইউনিয়নের সকল যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদকমুক্ত, বেকারত্মমুক্ত ও আত্মনির্ভরশীল যুব সমাজ গড়ে তুলার লক্ষ্যে চকরিয়া যুব পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।