আতিকুর রহমান শাকিল :

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান গত ৩০ আগস্ট এক আদেশে শিক্ষিকা ও সাংবাদিক রেবেকা সুলতানা আইরিনকে কক্সবাজার জেলা কারাগারে বেসরকারি কারাপরিদর্শক (মহিলা) নিয়োগ প্রদান করেছেন। গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার (সার্বিক) এহসান মুরাদ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য নিশ্চিত হওয়া যায়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর সাধারণ শাখার স্মারক নং-০৫.৪২.০০০০.০১১৭.০৭.০১৪৮.১৮-৫৩৯ মূলে বিভাগীয় কমিশনার অফিস, চট্টগ্রামের গত ২৬ ডিসেম্বর ২০১৬ খ্রি. তারিখের ০৫.৪২.০০০০.০১১.০৭.০১৪-৭৮৮ সংখ্যক কক্সবাজার জেলা কারাগারে বেসরকারি পরিদর্শক নিয়োগ করা হয়। কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনকে নির্দেশক্রমে অনুরোধ করে বলা হয় কক্সবাজার জেলা কারাগারে বেসরকারি কারাপরিদর্শক (মহিলা) হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি রেবেকা সুলতানা আইরিনকে অবহিত করতে বলা হয়। উল্লেখ্য যে, রেবেকা সুলতানা আইরিন ঢাকার মতিঝিল থেকে প্রকাশিত বাংলাদেশের নারী সাংবাদিকের অন্যতম পথিকৃত আউলিয়া বেগম আলো সম্পাদিত ও তরুণ কথাসাহিত্যিক মো: আকতার হোছাইন কুতুবী, উপদেষ্টা সম্পাদক হিসেবে পরিচালিত জাতীয় ম্যাগাজিন জাতির আলো’র কক্সবাজার জেলা প্রতিনিধি ও লাইট হাউস কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষিকা। তিনি রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠনের সাথে জড়িত।