ফারুক আহমদ, উখিয়া :

উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার দোড়গোঁড়ার দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যাপক কাজ করে যাচ্ছে। প্রান্তিক জনপদে খুব সহজে বিনামূলে চিকিৎসা ও ঔষুধ প্রদান এবং শিশু মাতৃসেবা দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক চালু বিরল দৃষ্টান্তর।

শনিবার উখিয়ার রত্মপালং ইউনিয়নে চাকবৈঠা গ্রামে এডভোকেট আয়ুবুল ইসলাম কমিউনিটি ক্লিনিক আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) একরামুল সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা ডাক্তার আব্দুল মান্নান এবং উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন, রত্নপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী।

দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক আয়ুবুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক মোজাফ্ফর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, রত্নাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেম্বার আসহাব উদ্দিন, মেম্বার ডাক্তার মোক্তার আহমদ, মেম্বার সেলিম কায়সার, মেম্বার কামাল উদ্দিন, মেম্বার মির আহমদ, মহিলা মেম্বার পুতুল রাণি বড়–য়াসহ গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল গ্রামে মাহমুদুল্লাহ কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।