সিবিএন:

ন্নত বিশ্বের আদলে কক্সবাজারে প্রথম বারের মত শুরু হয়েছে ডিইজটাল কিডর্স আইকিউ টেস্ট ফেস্টিবল – ২০১৮। বাংলাদেশের অন্যতম আইটি প্রতিষ্ঠান “আইটি নেক্সটস সলিউশনস লিমিটেড” এর তত্ত্ববধানে পরিচালিত “কিডস্ আইটি স্কুল” এটি আয়োজন করেছে । আয়োজকরা জানান,মূলত কক্সবাজারে শহরে গড়ে উঠা আগামী প্রজন্মের সঠিক মেধা ও মানসিক বিকাশ এবং তথ্য ও প্রযুক্তিতে দক্ষ হাতিয়ার হিসেবে গড়ে তোলার জন্যেই এ প্রয়াস । আয়োজনের প্রথম দিনেই বিভিন্ন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষক সহ, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । ছাত্র-ছাত্রীরা টাচ স্ক্রীনের মাধ্যমে কম্পিউটারে প্রশ্নের উত্তর দিয়ে ডিজিটাল আইকিউ টেস্টে অংশগ্রহন করে । অংশগ্রহনকারী সকল ছাত্র-ছাত্রীর জন্য বিশেষ উপহার ও সার্টিফিকেট দেয়া হয়েছে । আগামী ২০ই অক্টোবর পর্যন্ত এই আয়োজন চলবে ।