সংবাদদাতা :
একটি পরিকল্পিত ধর্ষণ চেষ্টা মামলায় দীর্ঘ ১২ দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন কক্সবাজারের কুতুবদিয়া আদালতের আইনজীবী ফিরোজ আহমদ। রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মো. ফিরোজ তাঁর জামিন মনজুর করেছেন। কুতুবুদিয়া সিনিয়র ম্যাজিস্ট্রেস্ট আদালতে ১৭ সেপ্টেম্বর জামিন নামন্জুর হলে জেলা জজ আদালতে মিচ মামলার (৩৬২৮/২০১৮) ওকালত নামায় স্বাক্ষর করে রোববার জামিন আবেদন করেন জেলা জজ আদালতের আইনজীবী মুহাম্মদ আজম। তাঁর সাথে জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবালুর রশীদ আমিনের নেতৃত্বে শতাধিক আইনজীবী জামিন আবেদনের পক্ষে এজলাসে দাঁড়ান। এসময় আইনজীবীরা মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এটা উপস্থাপন ও বিশ্বাস যোগ্যতা প্রমান করাতে পারায় বিজ্ঞ বিচারক আইনজীবী ফিরোজের জামিন মনজুর করেন। সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান।
জেলা আইনজীবী সমিতির নেতা এডভোকেট মো. আজম, আব্বাস উদ্দিন, আতাউর রহমান, মো. রাশেল, আইয়ূব, ফরিদুল আলম, শফিউল আলম, মো. এহছান, খোরশেদ আলম খোকন, তৌহিদুল আনোয়ার, আতাউল হক, কুতুবদিয়া সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোনাফ কুতুবী, ছলিম উল্লাহ চৌধুরী, মো. হোসেন বাবুল, মো. রিদোয়ান, নাজমুল ইসলাম শাকিল, এড. ফিরোজের সহধর্মীনী শিক্ষিকা শাহীন আরা বেগম, আইনজীবী সহকারি দেলোয়ার হোসেনসহ দু’ডজনাধিক আইনজীবী ও পেশাজীবী নেতৃবৃন্দ তাকে কারা গেইটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মোবাইলে কল করে একটি নারী মামলার আর্জি বেধে দিতে আইনজীবী ফিরোজকে অনুরোধ করেন অজ্ঞাত এক ব্যক্তি। এর দু’মিনিটের মাথায় মুখ ঢেকে রাখা চার নারী কুতুবদিয়া উপজেলা সদরের চেম্বারে গিয়ে তাদের অভিযোগ শুনান আর তিনি (এড. ফিরোজ) তা নোট করছিলেন। অকস্মাত নারীরা দাঁড়িয়ে তাকে অশালীন ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি প্রহার শুরু করে। কিংকর্তব্যবিমূঢ় আইনজীবী ফিরোজ চেয়ারেই বসা ছিলেন। নারীরা দ্রুত বেরিয়ে তাদের শ্লীলতাহানীর অভিযোগ তুলে চিল্লা-ফাল্লা করেন। এরপরই একদল লোক ব্যানার সহকারে মিছিল করে। এরই মাঝে পুলিশের এক এসআই এসে নিরাপত্তার কথা বলে থানায় নিয়ে যান আইনজীবী ফিরোজকে। রাত ১০টার দিকে জানানো হয় তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পরেরদিন ১২ সেপ্টেম্বর আর্জি লিখে মামলা নথিভূক্ত করে ফিরোজকে কারাগারে পাঠানো হয়। এর জের ধরে ১৬ সেপ্টেম্বর সহকর্মীকে সাজানো মামলা থেকে মুক্তি দিতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির (জেলা বার) ফটকে কুতুবদিয়া আদালতের কার্যক্রম বর্জন করে মানববন্ধন করেন উপজেলা আইনজীবী সমিতি নেতৃবৃন্দ। সেখানে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দও একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন। পরে আইনজীবীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আদালত কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।