চকরিয়া প্রতিনিধি :

চালককে নিয়ন্ত্রন রেখে গাড়ি চালাতে হবে। শুধু চালককে অভিযুক্ত করে লাভ নেই। আমাদেরও সচেতন হতে হবে। নিজেকে রাস্তা পারাপারের সময় দুইদিকে খেয়াল রাখতে হবে। হঠাৎ করে সড়ক পার হলে দূর্ঘটনায় পতিত হবেন।২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ মোহনায় সড়ক নিরাপত্তা বিষয়ক একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়াক ইলিয়াছ কাঞ্চনের এসব কথা বলেন।

নিরাপদ সড়ক চাই, চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ইলিয়াছ কাঞ্চনের নেতৃত্বে সকাল দশটায় চকরিয়া উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কয়েকটি সড়ক ঘুরে থানার মোড় গিয়ে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলার সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসির আরাফাত, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, নিসচা’র কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, সহসাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, সিনিয়র সাংবাদিক এমআর মাহমুদ, এসএম হানিফ, সাংবাদিক ইকবাল ফারুক, চকরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনজুর আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাপ্পী শাহরিয়ার, কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহেনা বেগম, নিসচা’র চকরিয়ার সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ।