হাফিজুল ইসলাম চৌধুরী :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন- ‘নৌকা মার্কা আপনাদের মার্কা। নৌকা উন্নয়নের মার্কা। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দিতে সবাইকে আহ্বান জানাচ্ছি।’
গতকাল বুধবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভায়- প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীর বাহাদুর বলেন, আওয়ামী লীগ তথা নৌকা যখন ক্ষমতায় আসে, তখন পার্বত্য অঞ্চলে উন্নয়নের ধারাবাহিকতা থাকে। ২০১৪ সালে আওয়ামী লীগ পুননির্বাচিত হয়েছিল বলেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা সম্ভব হয়েছে। তাই যদি হয়, তাহলে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হব। আলোচনা সভায় প্রতিমন্ত্রী সরকারের ধারাবাহিকতা রক্ষার জন্য নৌকা মার্কায় ভোট চান।
অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, আপনাদের সন্তান কোথায় যায়, কেন যায়—সে বিষয়ে আপনারা লক্ষ রাখবেন। তরুণ প্রজন্মকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে হবে। এ জন্য অভিভাবকদের ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভার আগে নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের শহীদ মিনার, লাইব্রেরি কাম কমন রুম ও চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন, কলেজের অডিটরিয়াম ও একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনসহ নাইক্ষ্যংছড়ির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থার করেন প্রতিমন্ত্রী।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সিদ্দিক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, ক্যানে ওয়ান চাক, তিংতিং ম্যা মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, হাজী এম এ কালাম সরকারি কলেজের অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম, প্রতিমন্ত্রী পুত্র রবীন বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো.শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান , নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগ সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু, সাধারণ সম্পাদক উবাচিং র্মামা, হাজী এম এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ইরফান মাহাবুব রায়হান, সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমূখ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।