সংবাদ বিজ্ঞপ্তি :
রামু-কক্সবাজারের এক সময়ের জনপ্রিয় সংসদ সদস্য ও সাড়াজাগানো পার্লামেন্টারিয়ান মরহুম এড.খালেকুজ্জামানের স্মরণে শুরু হওয়া সপ্তাহজুড়ে চলমান কর্সূচীর আলোকে ৬ষ্ঠ দিনেও (২৬ সেপ্টেম্বর) রামু-কক্সবাজারের বিভিন্ন মসজিদে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার সদরের জালালাবাদ, রামুর ফতেখাঁরকুল, জোয়ারিয়ানালা ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন মসজিদে খালেকুজ্জামানের স্মরণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল গুলোতে মরহুম এড খালেকুজ্জামানের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর পরিবারের শান্তি সমৃদ্ধি ও কল্যাণের জন্যও দোয়া করা হয়।
উল্লেখ্য ২০০১ সালের ১লা অক্টোবরের জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিন আগে ২৮ সেপ্টেম্বর’ কক্সবাজার-রামু আসনের তৎকালীন ৪ দলীয় জোটেরসংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার-রামুবাসীর প্রিয়মূখ এড. খালেকুজ্জামান ইন্তেকাল করেছিলেন।
তাঁর সেই মহাপ্রয়ানের ১৭ তম বার্ষিকীতে রামু-কক্সবাজারবাসী তাঁকে স্মরণ করছে নানা আয়োজনে।
সপ্তম ও অষ্টম জাতীয় সংসদে কক্সবাজার-রামু আসন থেকে দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সাড়া জাগিয়েছিলেন পার্লামেন্টে।
প্রচার বিমুখ কম্পিউটার বিজ্ঞানী এড খালেকুজ্জামান ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় নেতা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।