প্রেস বিজ্ঞপ্তি:
অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণসহ গরীব শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে রামুতে গঠিত হয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘স্বপ্ন’। “স্বপ্ন দেখো ভবিষ্যৎ তোমার অপেক্ষায়” এ প্রতিপাদ্যে গঠিত সংগঠনটি ইতোমধ্যে রামুর কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ করে প্রশংসিত হচ্ছে।
২৫ সেপ্টেম্বর রাজারকুল ইসলামিয়া বালিকা মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন স্বপ্ন সারথীরা। এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন সারথী মাষ্টার সুমথ বড়ুয়া, মুবিনুল হাসান নয়ন, মোর্শেদ আলম, জিৎময় বড়–য়া, নিশাত বড়–য়া, মোর্শেদ শাকিল, মুন্না বড়–য়া, মোহাম্মদ শহীদ, শাহিদ ফরিদ রায়হান প্রমুখ।
স্বপ্ন সারথী মাষ্টার সুমথ বড়–য়া জানান, ‘স্বপ্ন’র মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে অনেক শিক্ষানুরাগী স্বপ্নের সারথী হয়ে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। তিনি জানান, মানবিক কর্মসুচীর আওতায় সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষের চারা রোপন করেছে ‘স্বপ্ন’। অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে ‘স্বপ্ন’র সহযাত্রি হয়ে মানবতার পাশে দাঁড়াতে মানবতাবাদি মানুষদের আহবান জানান স্বপ্ন সারথীরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।